চাঁদের হাসি
- শিশির খান - কাব্যিকা
কতো দিন তোমার ঐ হাসি দেখিনা,
মনে পড়ে শেষ কবে হেসেছিলে?
সেই হাসি, সেই প্রথম দেখার হাসি;
যে হাসিতে মুগ্ধ হয়েছিলাম আমি
আজো যেই মুগ্ধতার আবেশ কাটেনা।
আবার দেখলাম তোমার সেই হাসি এক ক্ষণে,
গগন বিদারী মেঘের আড়াল ছেড়ে
যে সুর্য তার আলো ছড়ায় হেসে,
আমাবস্যার শেষে যে চাঁদ উঠে ভেসে;
তেমনি জেগেছিল হাসি তোমার ঠোটের কোণে।
আরেকটিবার এসো সখি, নিয়ে সেই হাসি!
যে হাসিতে ঠোটের কোণে মুক্তোদানা ঝড়ে
তাই দেখে হৃদয়ে আমার খুশির ঝড় উঠে ;
শতকষ্ট ভুলে আমার হৃদয়ের সুখে ভাসি,
আরেকটিবার দেখবো হাসি তোমার কাছে আসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।